নারায়নগন্জ প্রতিনিধি ( মোঃ শফিকুল ইসলাম ) নগরীর ব্যাস্ততম সড়কে যানজট সহ পরিবহন চালক এবং প্রতিষ্ঠানের নৈরাজ্যে নগরবাসী অনেক আগে হতেই ভোগছে।
বিশ্লেষকরা ধারণা করেছেন নারায়নগন্জ হতে রাজধানীর উদ্দেশ্য প্রতিদিন একাধিক বার রওয়ানা করে, বন্ধন ও উৎসব সহ কিছু বাস কম্পানির কতৃপক্ষের খামখেয়ালি পনার কারনেই এমনটা ঘটছে।
নারায়নগন্জের পুলিশ সুপার হারুন অর রশীদ যোগদানের পর পরই মাদক, হকার এবং শহরের যানজট ইস্যুতে সমস্যা সমাধানের কঠোর বক্তব্য প্রদান করেন।
এরই মধ্যে মাদক ব্যবসায়ী ও হকারদের নৈরাজ্য থামাতে কঠোর ভাবে মাঠে নেমেছেন পুলিশ সুপার এবং এক প্রকার সফল বললে ও চলে।কিন্তু যানজট নিরসনে এখন অবধি কোন পদক্ষেপ নিতে দেখা যায় নি।
তাই নগরবাসী ভাবছেন এবার হয়ত যানজট নিরসনে মাথাচারা দিয়ে উঠবেন পুলিশ সুপার। আর এই সমস্যা সমাধানের একমাত্র মাধ্যম হিসাবে খুজে বের করবেন এর উৎস।
সরজমিনে ঘুরে দেখা গেছে যে, শহরের যাতায়াত এর জন্য অন্যতম ব্যাস্ত একটি সড়ক কালির বাজার থেকে ১ নং রেল গেইট পর্যন্ত, বন্ধন,উৎসব ও বন্ধু সহ অন্যান্ন বাস কতৃপক্ষের ভয়হীন সচেতন চিন্তা ধারার দরুণ বাসগুলো দখল করে আছে রাস্তার দুই পাশ।
এর ফলে সৃষ্টি হচ্ছে অনাকাঙ্খিত যানজট। ১ নং রেল গেটে ( বিআইডব্লিওটিএ) জায়গা দখল করে লোক উঠা নামা করার দৃশ্য ও চোখে পড়ার মত।
অন্যদিকে ব্যাস্ততম সড়ক খানপুরে শীতল এসি বাস, মৌমিতা,হিমাচল পরিবহন সহ বিভিন্ন আন্তঃজেলা রুটের গাড়ি দিনভর সড়কের দু পাশে দাড়িয়ে সৃষ্টি করছে জনদুর্ভোগ।
এ প্রসঙ্গে নারায়নগন্জ পুলিশের পক্ষে ( মিডিয়া ইন্সপেক্টর) সাজ্জাত রোমান জানান, নগরীর যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপে নেয়া হয়েছে। ইতিমধ্যে কিছু স্ট্যান্ড উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি অবৈধ স্ট্যান্ড গুলো উচ্ছেদ করা হবে।