রাজধানী ঢাকার আর্মি স্টেডিয়ামে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়েছে । আজ রোববার সকাল সাড়ে ১০টায় শ্রদ্ধা নিবেদন শুরু হয়। শুরুতেই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়।
রাষ্ট্রপতির পক্ষে মেজর আশিকুর রহমান এবং প্রধানমন্ত্রীর পক্ষে উপ সামরিক সচিব কর্নেল মো. সাইফুল্লাহ শ্রদ্ধা নিবেদন করেন।
পূর্বঘোষণা অনুযায়ী, আজ দুপুরে স্যার আবেদকে সমাহিত করা হবে। এর আগে আর্মি স্টেডিয়ামে শুরু হয়েছে শ্রদ্ধা নিবেদন। চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। সেখানেই অনুষ্ঠিত হবে জানাজা।
স্যার ফজলে হাসান আবেদকে শ্রদ্ধা জানাতে আর্মি স্টেডিয়ামে ১০টার আগে থেকেই মানুষ আসতে শুরু করে। স্যার আবেদের মরদেহ আসে সকাল সাড়ে ১০টার একটু আগে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পরই জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী স্যার আবেদকে শ্রদ্ধা জানান। এরপর ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তাঁর সঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, বাহাউদ্দিন নাছিমসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনের আগে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, নীরবে নিঃশব্দে স্যার ফজলে হাসান আবেদ তাঁর কাজ করে গেছেন। তিনি চলে গেলেও তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি তৃণমূল পর্যায়ে মানুষের জীবন পরিবর্তনে কাজ করেছেন।
স্যার ফজলে হাসান আবেদের স্মরণে বেলা দুইটা থেকে মহাখালীতে ব্র্যাকের প্রধান কার্যালয় ব্র্যাক সেন্টারে শোকবই খোলা হবে। এ ছাড়া আড়ং, ব্র্যাক ব্যাংক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কাল সোমবার এবং সারা দেশে ব্র্যাকের আঞ্চলিক অফিসগুলোতে আগামী মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শোকবই খোলা থাকবে। শোকবই থাকবে ৩০ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত।সুত্র : প্রথম আলো