নুপুর চক্রবর্তী, ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভাস্থ ভূজপুর থানাধীন ঐতিহ্যবাহী পূর্ব সুয়াবিল গ্রামে ১৯৭১ সালে এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহন করেন। মাতা ছবি রানী চক্রবর্ত্তী একজন আদর্শ ন্যায়, পরায়ন ও সু-গৃহিনী ছিলেন। তাঁর পিতা স্বর্গীয় সুনিল চক্রবর্ত্তী একজন আদর্শবান শিক্ষক, মানুষ গড়ার কারিগর যার নামের সাথে সকলেই সুপরিচিত। তিনি আদর্শ সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এবং ধর্মীয় শিক্ষার পাশাপাশি ধর্মীয় আচার অনুষ্ঠানে নিজের সামর্থমত হস্ত সম্প্রসাারিত করে দিতেন, যার ধারাবাহিকতায় নুপুর চক্রবর্ত্তীও জড়িয়ে পড়েন সমাজের আনাচে কানাচে বিভিন্ন অনুষ্ঠানে। নুপুর চক্রবর্ত্তী সুয়াবিল বারমাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে প্রাথমিক শিক্ষা, বারমাসিয়া আব্দুল করিম উচ্চ বিদ্যালয় হতে এস.এস.সি এবং পরবর্তীতে চট্টগ্রাম সিটি কলেজ হতে বিএ পাশ করেন। লেখাপড়ার পাশাপাশি হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগে যোগ দেন । রাজনীতির পাশাপাশি তিনি ব্যবসা প্রতিষ্ঠানেও সুনাম অর্জন করতে থাকেন। স্ব-মহিমায় তিনি সাফল্যের উচ্চ শিখড়ে আরোহন করেন অতি অল্প সময়ে ব্যবসা অঙ্গনে সুনাম, যশ, খ্যাতি ও মেধা এবং যোগ্যতার কারণে আরএন্ট্রে ইন্ডাষ্ট্রিজ লিমি্েটড গড়ে তোলেন। তিনি এলাকার অসহায়, গরীব, নির্যাতিত, নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে সবসময় বিভিন্নভাবে সাহায্য করে আসছেন। সেই ছোট্ট বেলা থেকে তিনি সামাজিক ও ধর্মীয় কর্মকান্ডের সাথে নিরলসভাবে জড়িত। এলাকার বিভিন্ন অনুষ্টানেও সুনামের সহিত দায়িত্ব পালন করে হয়েছেন পুরষ্কৃত। বর্তমানে তিনি ঢাকা মহাখালী যুবলীগের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, মঠ, মন্দির, স্থানীয় ক্লাব, সংগঠনসহ অনেক প্রতিষ্ঠানের সাথে জড়িত। ব্যস্ততম সময়ে তিনি লেখালেখিতে অভ্যস্ত। পারিবারিক জীবনে তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক। সজল চক্রবর্ত্তী ফটিকছড়ি, চট্টগ্রাম।