বাংলাদেশে কারো দেহে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে আইইডিসিআরের পরিবর্তে আজ রবিবার থেকে সেই নমুনা সংগ্রহ করবে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ জানিয়েছেন, সারা দেশে এই ভাইরাস সংক্রমণের পরিধি বেড়েছে এবং ভবিষ্যতে এটা আরো বাড়বে বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতোদিন রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট বা আইইডিসিআর এসব নমুনা সংগ্রহ করে পরীক্ষা চালিয়ে আসছিল।
তিনি আরোও জানান, আইইডিসিআর এখন থেকে বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ও এর নিয়ন্ত্রণের বিষয়ে গবেষণা কাজ পরিচালনা করবে।
বাংলাদেশে ৯,৪৫৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং এতে মৃত্যু হয়েছে ১৭৭ জনের।