স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী ৭-৮ দিনের মধ্যে দেশে করোনা পরীক্ষাগার স্থাপন করা হবে।
নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সোমবার (২৩ মার্চ) দুপুরে তিনি একথা বলেন।
তার আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ২৫ মার্চ করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে দিক-নির্দেশনামূলক ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভাষণের সময় জানানো না হলেও ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানানো হয়েছে।
করোনা ভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ৫০০ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
আজ সোমবার (২৩ মার্চ) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের আরো জানান, করোনা মোকাবেলায়,
সারাদেশে কমিটির সদস্যরা কাজ করবেন, চিকিৎসার তদারকি করবেন। কমিটিতে চিকিৎসকসহ চিকিৎসা সংশ্লিষ্ট
এবং বিশেষজ্ঞরা রয়েছেন।
করোনা ভাইরাসের কারণে তৃণমূল থেকে শুরু করে আওয়ামী লীগের সব কর্মসূচি বাতিল করা হয়েছে বলেও জানান কাদের।
এই ভাইরাস প্রতিরোধে জনপ্রতিনিধিগণকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
সরকারের প্রতি আস্থা রেখে বৈশ্বিক যুদ্ধকালীন এই পরিস্থিতিতে বিরোধী দলকে রাজনীতি না করে এগিয়ে আসার আহবান জানান ওবায়দুল কাদের।