গতকাল শনিবার দিল্লিতে ঘটা করে বাগদান সেরেছেন রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। রাঘবের জীবনে এখন রাজনীতি পরিণীতি মিলেমিশে একাকার। পরিবার ও কিছু ঘনিষ্ঠ ব্যক্তিত্বের উপস্থিতিতে বাগদান সেরেছেন রাজনীতি ও অভিনয় দুনিয়ার এই তারকা জুটি। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে একসঙ্গেই পড়াশোনা করেছেন রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। সেখান থেকেই তাঁদের বন্ধুত্ব। সম্প্রতিক সময়ে মুম্বই ও দিল্লিতে একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছে রাঘব ও পরিণীতিকে। যদিও সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন তাঁঁরা। বাগদান অনুষ্ঠানের পর আর কোনওকিছুই চাপা থাকল না।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে রাঘব চাড্ডা শুধু রাজনীতিবিদ নন, তিনি একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। ডেলয়েট, শ্যাম মালপানি এবং গ্রান্ট থর্নটনের মতো নামী আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছেন। ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে রাঘব চাড্ডার মোট সম্পত্তির পরিমাণ ৫০ লক্ষ টাকা। রাঘবের একটি মারুতি সুইফট ডিজায়ার গাড়ি রয়েছে, রয়েছে ৯০ গ্রাম সোনার গয়না, যার বাজার মূল্য প্রায় ৪,৯৫,০০০ টাকা। তিনি সম্প্রতি ৩৭ লক্ষ টাকার একটি বাড়ি কিনেছেন।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অন্যদিকে সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে পরিণীতি চোপড়ার সম্পত্তির পরিমাণ স্বামী রাঘব চাড্ডার থেকেও বেশি। পরিণীতির সম্পত্তির পরিমাণ ৬০ কোটি টাকা। তাঁর আয়ের উৎস মূলত সিনেমায় অভিনয় ও বিজ্ঞাপনের কাজ। এছাড়াও মুম্বইয়ের সমুদ্র সংলগ্ন একটি বিশাল বিলাসবহুল বাড়ি রয়েছে পরিণীতির। অডি, জাগুয়ারের মতো নামী সংস্থার ৪টি দামি গাড়ি রয়েছে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন পরিণীতির দিদি প্রিয়াঙ্কা চোপড়া। সকাল সকাল তিনি হাজির হন দিল্লিতে। তাঁর সাজ কেমন হচ্ছে,সেটি নিয়েও আগ্রহ ছিল অনেকের। এছাড়াও এই অনুষ্ঠানে এসেছিলেন রাজনৈতিক জগতের তাবড় ব্যক্তিত্বও। ছিলেন আদিত্য ঠাকরে,পঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং দিল্লির মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে হাই ভোল্টেজ অনুষ্ঠান। এই দিনের অনুষ্ঠানের কোনও ছবি যাতে আগে থেকে বাইরে না আসে,তার ব্যবস্থাও হয়েছিল। জানা গিয়েছিল, কোনও মোবাইল ফোন নিয়ে ভিতরে যেতে পারেননি অতিথিরা। তাই ভিতরের অনুষ্ঠানের কোনও ছবিই বাইরে আসেনি। শেষ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় নিজেই ছবি দিয়ে বাগদানের আনুষ্ঠানিক ঘোষণা করলেন পরিণীতি আর রাঘব।
সুত্রঃ হিন্দুস্তান টাইমস।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি