জহির হোসেনঃ
স্বামীর যৌতুকের মামলায় লক্ষ্মীপুরে স্ত্রীকে জেল জরিমানা করা হয়েছে। ৩০/০৯/২০১৯ রোজ সোমবার লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বিচারিক আদালত-৩ এর বিচারক নুসরাত জামান জেল জরিমানার রায় দেন।
জানাযায়, চার বছর পূর্বে লক্ষ্মীপুর ভবানীগঞ্জ আলীপুর গ্রামের সফি উল্যাহ ভূঁইয়ার মেয়ে আয়েশা আক্তার মিতুর সাথে ধর্মপুর গ্রামের সৈয়দ আহম্মদের পুত্র ওয়াহেদ আলীর বিবাহ হয়। বিবাহের পর মিতু লক্ষ্মীপুর সরকারি কলেজে ভর্তি হয়। বিয়ের পর স্ত্রী মিতুর চলাপেরা ছিল বেপরোয়া স্বামীকে মান্য করতনা , নিজের ইচ্ছে মত চলত।
গত ০৮/০৫/২০১৮ তারিখে মিতু তার স্বামীরে দেওয়া স্বর্ণ গহনা ঘরে রাখা নগদ টাকা নিয়ে তার স্বামী ওহায়েদ আলীকে না জানিয়ে বাপের বাড়ি ছলে যায়।
ঘটনার পরবর্তী স্থানীয় সালিশি বৈঠকে স্বামীর কছে নগদ ৫ লক্ষ টাকা এবং ১০ শতাংশ জমি তার নামে রেজিষ্ট্রি করে দেওয়ার দাবি করে তা না হলে সে স্বামী ওহায়েদ অালীর সাথে সংসার করিবে না।
পরবর্তিতে মিতুর স্বামী ওহায়েদ আলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী অঞ্চল সদর লক্ষ্মীপুরে স্ত্রীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনের ৪ ধারায় মামলা দায়ের করে। যার সি আর মামলা নং ৪১৫/১৮ইং। দীর্ঘ দিন মামলা চলার পর আদালত স্ত্রী মিতুকে দুষি সাভ্যস্ত করিয়া এক বছরের জেল ১০ হাজার টাকা জরিমানা করেন।
মামলার বাদি ওহয়েদ অালীর আইনজীবী মামলার রায়ে সন্তুুষ্টি প্রকাশ করেন।মামলার বাদি ওহয়েদ অালী ও মামলার রায়ে সন্তুুষ্ট হয়েছেন গনমাধ্যমকে জানান।