স্বাধীনতা প্রদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, মৌলভীবাজার-৩ আসনের সাবেক এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান’র তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা আজিজুর ফাউন্ডেশন মৌলভীবাজার’র আয়োজনে শুক্রবার বিকেল ৫টায় স্থানীয় পৌর মিলনায়তনে এ স্মরণ সভার আয়োজন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আজিজুর ফাউন্ডেশন’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. জামাল উদ্দিন’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম, পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদ’র চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান আব্দুল ওয়াহাব চৌধুরী। এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আজিজুর ফাউন্ডেশন’র সদস্য আব্দুল খালিক চৌধুরী। স্মরণ সভায় আজিজুর রহমানের মুক্তিযুদ্ধকালীন নানা বিষয়ে স্মৃতিচারণ করেন বক্তারা।
মরহুম আজিজুর রহমান সংসদের সাবেক এমপি, হুইপ, স্বাধীনতা প্রদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও সর্বশেষ মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান’র দয়িত্ব পালন করেন। করোনায় আক্রান্ত হয়ে ২০২০ সালের ১৮ আগস্ট মারা যান তিনি। পরে শিক্ষাবৃত্তি প্রদান করেন অতিথিবৃন্দরা।
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি