কাতার বিশ্বকাপের দুই ফাইনালিস্ট কে হচ্ছে তা নিয়ে টুর্নামেন্ট শুরুর আগেই অনেকে ভবিষ্যদ্বাণী করেছিলেন ব্রাজিলের এক জ্যোতিষীর প্রেডিকশন। এবার ফাইনালের ফল নিয়ে তার করা ভবিষ্যদ্বাণী সত্যি হলে কপাল পুড়বে লিওনেল মেসির আর্জেন্টিনার।রোববারের (১৮ ডিসেম্বর) ফাইনালে লুসাইল আইকনিক স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স ও আর্জেন্টিনা। শেষমেশ মিলে যাচ্ছে ব্রাজিলের জ্যোতিষী অ্যাথোস সালোমের করা ভবিষ্যদ্বাণী।
✪ আরও পড়ুন: কাতার বিশ্বকাপ: কে জিতবে ফাইনাল আর্জেন্টিনা নাকি ফ্রান্স? জানাল সেই রোবট কাশেফ
বিশ্বকাপ শুরুর আগে তিনি জানিয়েছিলেন, ব্রাজিলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নেই। সেটি সত্যি হয়েছে। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে সেলেসাওদের।
✪ আরও পড়ুন: কাতার বিশ্বকাপ: ফ্রান্সের কাছে হেরেও বিশ্ব নেতাদের প্রশংসায় ভাসছে মরক্কো
ব্রাজিলের এই জ্যোতিষী আরও জানিয়েছিলেন, ১৮ ডিসেম্বরের ফাইনাল খেলবে লিওনেল মেসির আর্জেন্টিনা এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। তার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ফের একবার ফাইনালে মেসির স্বপ্নভঙ্গ হতে চলেছে। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি জিতবে ফ্রান্স।
✪ আরও পড়ুন: কাতার বিশ্বকাপ: মরক্কো-ফ্রান্স সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ (ভিডিও)