আন্তর্জাতিক ডেস্কঃ স্কট মরিসনকে হারিয়ে অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজ। গতকাল শনিবার (২১ মে) রাতে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এদিকে অস্ট্রেলিয়ার বিদায়ী প্রধানমন্ত্রী স্কট মরিসন আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই জাতীয় নির্বাচনে পরাজয় স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, আমি বিরোধীদলীয় নেতা এবং হবু প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে কথা বলেছি। আজ সন্ধ্যায় নির্বাচনে জয়ের জন্য আমি তাকে অভিনন্দন জানিয়েছি।
তবে এখন পর্যন্ত এটি স্পষ্ট নয় যে দেশটিতে সংখ্যাগরিষ্ঠ নেতৃত্ব হবে নাকি স্বতন্ত্র এবং ছোট দলগুলোকে সঙ্গে নিয়ে জোট সরকার হবে।
অ্যান্থনি আলবানিজ অস্ট্রেলিয়ার দীর্ঘতম রাজনীতিবিদদের মধ্যে একজন । তিনি বলেছেন, আধুনিক অস্ট্রেলিয়া প্রতিফলিত করার সময় এসেছে। জয় উদযাপনের আগে আলবানিজ জানিয়েছেন, তিনি দেশকে একত্রিত করতে চান। পাশাপাশি জলবায়ু সমস্যার সমাধান করতে চান।
উল্লেখ্য, মরিসনের লিবারেল ন্যাশনাল কোয়ালিশন ৮ বছর ৯ মাস ক্ষমতায় ছিল। নেতৃত্বে বেশ কিছু পরিবর্তনের পর মরিসন ২০১৮ সালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হন।