প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় তহবিল সংগ্রহে তাসকিন আহমেদ নিলামে তোলেন ওয়ানডেতে পাওয়া হ্যাটট্রিকের বল আর দ্রুততম টেস্ট সেঞ্চুরির ব্যাটটি নিলামে তোলেন সৌম্য সরকার।
রোববার (০৩ মে) রাতে কয়েক ঘণ্টা ধরে চলা নিলামে সৌম্যর ব্যাট ও তাসকিনের বল সাড়ে আট লাখ টাকায় বিক্রি হয়।
সাড়ে চার লাখ টাকায় সৌম্য সরকারের ব্যাট ও তাসকিনের বল চার লাখ টাকায় বিক্রি হয়। নিলাম থেকে পাওয়া এই অর্থের পুরোটাই করোনাভাইরাস দুর্গতদের সাহায্যে খরচ করা হবে। আয়োজকরা জানিয়েছেন, সৌম্য-তাসকিনের ব্যাট-বল কিনেছে দেশের শীর্ষস্থানীয় একটি ব্যাংক। প্যাকেজ হিসেবে ব্যাংকটি সাড়ে আট লাখ টাকা বিড করেছে।
এরআগে ২০১৯ সালে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট সেঞ্চুরি করেন সৌম্য। ৯৪ বলে করা সেই সেঞ্চুরিটি বাংলাদেশের দ্রুততম টেস্ট সেঞ্চুরিও। ১৪৯ রানের নজরকাড়া ইনিংস খেলা ব্যাটটি এবার মানবতার সেবায় কাজে লাগালেন বাংলাদেশের ড্যাশিং এই ব্যাটসম্যান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অকশন ফর অ্যাকশনের পেজ থেকে করা নিলাম অনুষ্ঠানে প্রিয় ব্যাটটি নিয়ে সৌম্য বলেন, ‘সেঞ্চুরির ব্যাটটা আমার একদম নতুন ছিল। মুমিনুল ভাই সব সময় বড় ম্যাচে নতুন ব্যাট দিয়ে খেলার কথা বলেন। আমার প্রথম টেস্ট সেঞ্চুরির কারণে ব্যাটটায় অনেক স্মৃতি জড়িত আছে। অনেক আবেগ আছে। আমি চেয়েছিলাম যে ব্যাটটা অনেক সময় আমার কাছে থাকুক। কিন্তু এখন করোনার সময় ব্যাটটা নিলামে তোলার প্রস্তাব পাওয়ার পর দ্বিতীয়বার চিন্তা করিনি। আমার এই ব্যাটের কারণে যদি দুইজন মানুষের উপকার হয় তাহলে আমি নিজেকে ভাগ্যবান মনে করব।’
এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে ওয়ানডে হ্যাটট্রিক করেন তাসকিন আহমেদ। লঙ্কানদের মাটিতে শেষ ওভারে টানা তিন বলে আসেলা গুনারত্নে, সুরঙ্গা লাকমল ও নুয়ান প্রদীপের উইকেট নিয়ে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। মানুষের পাশে দাঁড়াতে প্রিয় এই স্মারকটি ছেড়ে দিলেন বাংলাদেশের এই গতি তারকা।
এরআগে সাকিব আল হাসান গত বিশ্বকাপে খেলা ব্যাট নিলামে তুলে ২০ লাখ টাকা আয় করেন। যা করোনাভাইরাস মোকাবিলায় অসহায় মানুষদের সাহায্য ব্যয় করেন। সাকিবেরও আগে দুস্থ মানুষদের সাহায্যে নিজের সবচেয়ে প্রিয় ব্যাটটি নিলামে তোলার ঘোষণা দেন মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করা ব্যাটটি নিলামে তুলবেন তিনি। মুশফিকের এমন ঘোষণায় অনুপ্রাণিত বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে মহাকাব্যিক সেই ইনিংস (১০০) খেলা ব্যাটটি নিলামে তুলতে চান তিনি। সাকিবের নিলাম অনুষ্ঠান থেকে অনেকেই অনুপ্রাণিত। বিভিন্ন খেলার খেলোয়াড়রা তাদের প্রিয় স্মারক নিলামে তোলার ঘোষণা দিয়েছেন।