সৌদি আরবের কারাগারে পাকিস্তানি বন্দিদের মুক্তির নির্দেশ দিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন, প্রধানমন্ত্রী ইমরান খানের অনুরোধেই সৌদি যুবরাজ ২ হাজার ১০৭ জন পাকিস্তানি বন্দিকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন।
এর আগে রোববার (১৭ ফেব্রুয়ারি) সৌদি যুবরাজ দক্ষিণ এশিয়া সফরের শুরুতেই পাকিস্তান পৌঁছেন। সেখানে ২০ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেন তিনি। এরপর রাতে প্রধানমন্ত্রীর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে পাকিস্তানি শ্রমিকদের বিষয়টি নিয়ে যুবরাজের সঙ্গে ইমরান খানের কথা হয়।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যজুড়ে বিভিন্ন দেশে কাজ করতে গিয়ে জেলে আটক হয়ে আছে হাজার হাজার পাকিস্তানি। এদের বেশিরভাগই গরিব শ্রমিক।