প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব অব্যাহত থাকলে আসন্ন রমজানে সৌদি আরবের মসজিদে তারাবি নামাজের জামাত হবে না। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির ইসলাম-বিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ আল-শেখ এ তথ্য জানিয়েছেন।
রবিবার (১২ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সৌদি গেজেট।
সৌদি মন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে মসজিদগুলোতে তারাবি নামাজ স্থগিত রাখা হবে। মুসল্লিরা ঘরে বসে সালাত আদায় করতে পারবেন।
আব্দুল লতিফ আল-শেখ বলেন, মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের বিষয়টি তারাবিহর চেয়েও বেশি তাৎপর্যপূর্ণ। ওই নামাজের জামাতই যখন স্থগিত, তখন তারাবির জন্য আর কোনো কথা অবশিষ্ট নেই।
সাক্ষাৎকারে ঘরে তারাবি আদায় করে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান সৌদি মন্ত্রী।
করোনার বাস্তবতায় মৃত ব্যক্তির জানাজাতেও সর্বোচ্চ ৫-৬ জনকে অংশ নেওয়ার পরামর্শ দেন তিনি।
ইতোমধ্যেই সৌদি আরবের সব মসজিদে জুমাসহ পাঁচ ওয়াক্ত নামাজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ২০২০ সালের ১৮ মার্চ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রবিবার সৌদি আরবজুড়ে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়।
ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সৌদি আরব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করেছে, ওমরাহ বাতিল করেছে এবং বেশিরভাগ জনসমাগম স্থানও বন্ধ করেছে।