নতুন করে সোয়াইন ফ্লুর আক্রমণে কাঁপছে ভারত। নতুন বছরে ফের এ রোগের প্রকোপ দেখা দিয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশটির রাজধানী দিল্লি, রাজস্থান, গুজরাত এবং জম্মু-কাশ্মীরের বিভিন্ন এলাকায় বহু মানুষ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছে।
ভারতের আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে রাজস্থানে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে ২২১ জন মারা যায়। এই মুহূর্তে ভয়ঙ্কর পরিস্থিতি সেখানে। সোয়াইন ফ্লুয়ের জেরে দেশজুড়ে যে মৃত্যুমিছিল শুরু হয়েছে, তার ৪২ শতাংশই ঘটছে রাজস্থানে।
কাশ্মীর উপত্যকায় মহামারি, জনস্বাস্থ্য ও স্বাস্থ্য পরিষেবা দফতরের প্রধান এসএম কাদরি বলেন, গত ১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত কাশ্মীরে ৩ হাজার ১৬৮ মানুষ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। গত বছর আক্রান্তের সংখ্যা ছিল ৭৫। যার মধ্যে ১৪ জনের মৃত্যু হয়।