আফ্রিকার দেশ সোমালিয়ার মধ্যাঞ্চলে একটি তল্লাশি চৌকিতে ট্রাক বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। বিস্ফোরণের এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন মানুষ।
শনিবার (২৩ সেপ্টেম্বর) কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
স্থানীয় সময় শনিবার বেলেডওয়েন শহরের ব্যস্ততম একটি আবাসিক এলাকায় তল্লাশি চৌকিতে বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন।
হিরশাবেলের মানবিক ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মহাপরিচালক আবদিফাতাহ মোহাম্মদ ইউসুফ জানিয়েছেন, এই বিস্ফোরণে ৪০ জন আহত হয়েছেন।
তিনি অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, “আহতদের মধ্যে ২০ জনকে বেলেডওয়েন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আরও ২০ জনের অবস্থা গুরুতর। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বিমানে করে মোগাদিশুতে নেয়ার অনুরোধ জানানো হয়েছে।”
বিস্ফোরণের পেছনে কারা জড়িত তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি। তবে হর্ন অব আফ্রিকার এই দেশটিতে প্রায়ই এ ধরনের বোমা হামলা চালায় স্থানীয় জঙ্গিগোষ্ঠী আল-শাবাব।
বিস্ফোরণের কারণে তল্লাশি চৌকিসহ আশপাশের ভবন ও দোকানপাট ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে রয়টার্সকে জানিয়েছে পুলিশ কর্মকর্তা আহমেদ এডেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা ভিডিওতে দেখা যায় যে স্থানীয় বাসিন্দারা ধ্বংসপ্রাপ্ত ভবনগুলির ধ্বংসস্তূপের মধ্যে বেঁচে থাকা ব্যক্তিদের সন্ধান করছেন।
উল্লেখ্য, মধ্য সোমালিয়ার হিরান অঞ্চলে প্রায়ই সামরিক বাহিনী এবং আল-শাবাব সশস্ত্র গোষ্ঠীর মধ্যে যুদ্ধ হয়ে থাকে। সরকারের পতন ঘটিয়ে দেশটিতে কঠোর ইসলামি শরিয়া আইন চালুর লক্ষ্যে লড়ছে তারা।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম