সোমালিয়ার মধ্যাঞ্চলে আল শাবাব জঙ্গিদের দুটি গাড়িবোমা বিস্ফোরণে একই পরিবারের আট সদস্যসহ কমপক্ষে ৩৫ জন নিহত এবং আরও ৪০ জন আহত হয়েছে। গতকাল বুধবার (৪ জানুয়ারি) এ তথ্য জানান দেশটির একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা।
এটি আল কায়েদার সহযোগী সংগঠন আল শাবাবের ধারাবাহিক হামলার সর্বশেষ ঘটনা। গত বছর থেকে বিদ্রোহীদের দখলে থাকা অঞ্চল থেকে সরিয়ে দিতে শুরু করে সরকারি বাহিনী এবং তাদের মিত্র মিলিশিয়া গোষ্ঠী।
হিরশাবেল রাজ্যের ডেপুটি পুলিশ কমিশনার হাসান-কাফি মোহাম্মদ ইব্রাহিম বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। তারা নারী ও শিশু।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তিনি বলেন, ৯ জন সদস্যের একটি পরিবারের মাত্র একটি শিশু বেঁচে আছে। এ ছাড়া অন্যান্য পরিবারগুলোও তাদের অর্ধেক সদস্যকে হারিয়েছে। দুটি আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে বহু বেসামরিক বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে।
প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদের সরকার বলছে, এসব অভিযানে শত শত আল শাবাব যোদ্ধা নিহত হয়েছে এবং কয়েক ডজন বসতি পুনরুদ্ধার করা হয়েছে। যদিও তার এই দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
অভিযান হওয়া সত্ত্বেও সাম্প্রতিক মাসগুলোতে রাজধানী মোগাদিশুর বেশ কয়েকটি সরকারি স্থাপনা ও হোটেলসহ বিভিন্ন জায়গায় ঘন ঘন হামলা চালিয়েছে আল শাবাব।
সোমালিয়ায় আন্তর্জাতিক ত্রাণ সরবরাহকেও ব্যহত করেছে আল শাবাবের কর্মকাণ্ড। এতে হর্ন অব আফ্রিকার দেশটিতে চার দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার প্রভাবকে আরও বাড়িয়ে দিয়েছে।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন