অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম ৫ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গেল শনিবার সোনাহাট স্থলবন্দর কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তফা জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
চিঠিতে জানা যায়, সোনাহাট স্থলবন্দরের সিএন্ডএফ সংক্রান্ত যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম আগামীকাল ১২ অক্টোবর মঙ্গলবার থেকে ১৬ অক্টোবর শনিবার পর্যন্ত ৫ দিন বন্ধ থাকবে। আগামী ১৭ অক্টোবর রবিবার বন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি যথা নিয়মে চালু হবে।
সোনাহাট স্থলবন্দর কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল জানান, স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকার বিষয়টি সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক), বিজিবির সোনাহাট ক্যাম্পের কমান্ডার, সোনাহাট স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতি এবং এই স্থলবন্দরের বিপরীতে অবস্থিত ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার গোলকগঞ্জ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের জানানো হয়েছে।