দেশের বাজারে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি। গতকাল মঙ্গলবার এক বৈঠকে ভরিতে ৪ হাজার ৫০২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম ১ লাখ ১৫ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে এই মানের সোনার দাম ছিল প্রতি ভরি ১ লাখ ১০ হাজার ৯৪৭ টাকা।
আজ বুধবার (৮ মে) ভরিতে সোনার এ দাম বৃদ্ধি কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ১৫ হাজার ৪৫০ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১০ হাজার ২০১ টাকা, ১৮ ক্যারেট ৯৪ হাজার ৪৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৭৮ হাজার ৯০ টাকায় বিক্রি করা হবে। আর অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেট প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেট ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির দাম ১ হাজার ২৮৩ টাকা।
উল্লেখ্য, এর আগে গত রোববার ( ৫ মে) প্রতি ভরিতে ৭৩৪ টাকা বাড়ানোর ঘোষণা দেয় বাজুস। অবশ্য টানা ৮ বার সোনার দাম কমানোর পর এ নিয়ে টানা তিনবার বৃদ্ধির ঘোষণা এলো।
আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৬:১২ | রবিবার
ডিবিএন/এসই/ এমআরবি