লিওনেল মেসি এক আবেগের নাম। বিশ্ব তাকে চেনে এক নামেই। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের নেপথ্যের নায়ক তিনি। বর্তমানে বিশ্বের ধনী খেলোয়াড়দের মধ্যে ৩য় স্থানে রয়েছেন মেসি।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তার পরিবার, জীবনযাপন সবকিছুই সমর্থকদের কাছে কৌতূহলের বিষয়। মেসির রাজকীয় বাড়ির কথা কমবেশি সবাই জানেন। রাজকীয় সব আসবাবপত্রে সাজানো সেই বাড়ি।
এছাড়াও মেসির সংগ্রহে আছে ২৪ ক্যারেটের সোনায় মোড়ানো আইফোন এক্সএস ম্যাক্স। যেখানে খোদাই করা আছে মেসির নাম, আইকনিক নম্বর ১০, এফসি বার্সেলোনা এবং আর্জেন্টিনা জাতীয় দলের ব্যাজ।
✪ আরও পড়ুন: জানুয়ারির শুরুতে পিএসজিতে ফিরবেন লিওনেল মেসি
এছাড়াও আছে স্ত্রী এবং সন্তানদের নাম। মেসির জন্য ২৪ ক্যারেট সোনায় মোড়ানো আইফোনটি তৈরি করেছে যুক্তরাজ্যের আইডিজাইন গোল্ড। ২০১৯ সালে এই ফোনটি তৈরি করে সংস্থাটি। সে সময় এই আইফোনটির দাম ছিল ২১ হাজার মার্কিন ডলার। তবে শুধু মেসির জন্যই নয়, আইডিজাইন গোল্ড সংস্থা সোনায় মোড়ানো আইফোন তৈরি করেন আরও অনেকের জন্য।
এর মধ্যে আছে নেইমার, স্টিভেন জেরার্ড, কিলিয়ান এমবাপ্পে, কেভিন ডি ব্রুইন মতো বিখ্যাত ফুটবলাররা।
/কেএইচএস/
✪ আরও পড়ুন: কাতার বিশ্বকাপ: মেসির রুমকে জাদুঘর বানাচ্ছে কাতার বিশ্ববিদ্যালয়