দীর্ঘ ১৬ বছর পর ফটিকছড়ির নানুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
নানুপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সৈয়দ ওসমান গনি বাবু (নৌকা) ৮হাজার ৫৭১ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাকারিয়া জকু (আনারস) পান ২হাজার ৩০৬।গতকাল বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৯টায় উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
এর আগে নানুপুর ইউনিয়নে সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ টানা বিকাল ৪টা পর্যন্ত চলে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ঠাণ্ডা আবহাওয়া উপেক্ষা করে অত্যান্ত উৎসাহ উদ্দীপনার মধ্যেই ভোটাররা ভোট প্রদান করেছেন। ভোটারের মধ্যে পুরুষের চেয়ে মহিলা ভোটারের উপস্থিতি বেশী ছিল।সকালে দীর্ঘ লাইনে দাড়িয়ে ভোটাদের ভোট দিতে দেখা গেলেও বেলা বাড়ার সাথে ভোটারের উপস্থিতি কমতে দেখা যায়।অধিকাংশ কেন্দ্রে দুপুর দেড়টার মধ্যে ৫৫% ভোট সংগ্রহ হয়ে যায়।
পুলিশ, র্যাব, বিজিবি, আনসার ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিভিন্ন বাহিনীর নিরাপত্তায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়।