২০২২-২৩ কর বছরের জন্য মোট ১৪১ ব্যক্তি, কোম্পানি ও প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা করদাতা হিসেবে ‘ট্যাক্স কার্ড’ দেবে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর। মঙ্গলবার মনোনীতদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে সরকারি সংস্থাটি। যাদের মধ্যে ছয়জন তারকাও রয়েছেন।
এনবিআর থেকে প্রকাশিত গেজেট থেকে জানা যাচ্ছে, এবার অভিনেতা-অভিনেত্রী ক্যাটাগরিতে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন তিনজন। তারা হলেন- কিংবদন্তি চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা, জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ এবং এ প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ।
অন্যদিকে, শিল্পী (গায়ক-গায়িকা) ক্যাটাগরিতেও সেরা করদাতা নির্বাচিত হয়েছেন তিনজন। তারা হলেন- তুমুল জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান রহমান খান, নব্বইয়ের দশকের জনপ্রিয় গায়ক এস ডি রুবেল এবং ‘ফোক সম্রাজ্ঞী’ ও মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম।
মঙ্গলবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব নুসরাত জাহান নিসুর সই করা গেজেটে জানানো হয়, এ বছর ৭৬ জন ব্যক্তি, ৫৪টি কোম্পানি এবং অন্যান্য ক্যাটাগরিতে ১১টিসহ মোট ১৪১টি ‘ট্যাক্স কার্ড’ প্রদান করা হবে।
ট্যাক্স কার্ডধারীরা বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রীয় সুবিধা ও অগ্রাধিকার পান। যেমন বিমানবন্দরে সিআইপি লাউঞ্জ ব্যবহার; তারকা হোটেলসহ সব আবাসিক হোটেলে বুকিং; নিজে, স্ত্রী বা স্বামীর ও নির্ভরশীল সন্তানের জন্য সরকারি হাসপাতালের কেবিন; আকাশ-রেল-নৌপথে সরকারি যানবাহনের টিকিট এবং জাতীয়, সিটি করপোরেশন, পৌরসভাসহ স্থানীয় সরকার আয়োজিত অনুষ্ঠানের আমন্ত্রণ। এই কর কার্ডের মেয়াদ হবে এক বছর।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম