চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা দুর্দান্ত হয়েছিল বাংলাদেশের। তবে সেই ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় এবং ভারতীয় ব্যাটারদের দৃঢ়তায় নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪০৪ রান করে সফরকারীরা। তবে ভারতের কাউকেই সেঞ্চুরি করতে দেননি তাইজুল-মিরাজরা। ভারতের পক্ষে সর্বোচ্চ ৯০ রান করেন পূজারা, বাংলাদেশের তাইজুলের শিকার চার উইকেট।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ৬ উইকেটে ২৭৮ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিং করতে নামে ভারত। স্বীকৃত ব্যাটারদের মধ্যে ছিলেন কেবল শ্রেয়াস আয়ার। দিনের শুরুতেই আয়ারকে প্যাভিলিয়নে ফেরান এবাদত। ২৯৩ রানে ভারত হারায় ৭ উইকেট।
আয়ারের বিদায়ের পর লোয়ার অর্ডারে রবিচন্দ্রন অশ্বিন আর কুলদ্বীপ যাদব ৮৭ রানের গুরুত্বপূর্ণ এক জুটি গড়েন। অবশেষে এই জুটিটি ভাঙেন মেহেদি হাসান মিরাজ। অশ্বিন আউট হওয়ার পর অবশ্য কুলদ্বীপও বেশিক্ষণ টিকতে পারেননি। পরের ওভারেই তাইজুলের শিকার হন তিনি। আর এতে ১৩৩.৫ ওভারে ভারত অলআউট হয় ৪০৪ রানে।
এর আগে, চট্টগ্রাম টেস্টে প্রথম দিনে টস জিতে প্রথমে ব্যাটিং নেয় ভারত। শুরুতেই ৪৮ রানে ৩ উইকেট ও ১১২ রানে ৪ উইকেট পড়ার পর দিনটা বাংলাদেশের বোলারদেরই ধরে নিয়েছিলো প্রায় সবাই। কিন্তু চেতেশ্বর পুজারা এবং স্রেয়াশ আয়ার মিলে পঞ্চম উইকেট জুটিতে ১৪৯ রানের বড় জুটি গড়ে বিপর্যয় অনেকটাই কাটিয়ে উঠেন।