আরামদায়ক স্থানে বসে আকাশের সৌন্দর্য, সূর্যোদয় বা সূর্যাস্ত দেখতে কার না মন চায়? আর সেটি যদি হয় মহাকাশে কোনো বিলাসবহুল হোটেলে বসে! নিশ্চয় ভাবছেন, এটা কী করে সম্ভব? তবে এই স্বপ্ন এবার বাস্তবে রুপ নিতে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওরিয়ন স্পান মহাকাশে এমন একটি বিলাশবহুল হোটেল তৈরি করতে যাচ্ছে। সেখানে বসে ২৪ ঘণ্টায় ১৬ বার সূর্য উঠার ও ডোবার দৃশ্য দেখা যাবে। হোটেলটির নাম দেয়া হয়েছে ‘অরোরা স্টেশন’।
হোটেলটি ভিতরে কেমন হবে তার কিছু ছবি প্রকাশ করেছে ওরিয়ন স্পান। এটি আগামী ২০২২ সালে পর্যটকদের জন্য উন্মুক্ত করবে। হোটেলটিতে একসঙ্গে ছয়জন থাকতে পারবে। পর্যটকদের জন্য থাকবে ১২ দিন মহাকাশ ভ্রমণের লোভনীয় অফার।
অরিয়ন স্পানের প্রতিষ্ঠাতা ফ্রাঙ্ক বানগার বলেন, ‘আমরা চাই সবাই যেনো মহাকাশ ভ্রমণের সুযোগ পান। উদ্বোধনের পরপরই আমরা এটিকে পর্যটকদের জন্যে খুলে দেওয়ার কথা ভেবে রেখেছি। এর জন্যে এতো কম টাকা নেওয়া হবে যা কেউই কল্পনাও করতে পারবেন না।’
সূত্র : সময় নিউজ