বিনোদন ডেস্কঃ সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা অবনতি হয়ে আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের ভেন্টিলেটশনে রাখা হয়েছে। আপাতত আইসিইউতে ডাক্তারদের নজরদারিতে রয়েছেন তিনি।
মুম্বইয়ের ব্রিচ ক্যন্ডি হাসপাতালের চিকিৎসক প্রতীত সমদানির পর্যবেক্ষণে আছেন তিনি। তাঁরই অধীনে একটি বিশেষ মেডিক্যাল বোর্ড তৈরি করে চলছিল লতা মঙ্গেশকরের চিকিৎসা। এরই মাঝে আবারও অবস্থার অবনতি ঘটে লতা মঙ্গেশকরের। কোনও রকমের ঝুঁকি না নিয়েই তাঁকে তড়িঘড়ি ভেন্টিলেশনে দেওয়া হয় তাঁকে।
৯২ বছর বয়সি গায়িকা লতা মঙ্গেশকর ১১ জানুয়ারি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। করোনার মৃদু উপসর্গ থাকলেও নিউমোনিয়ার কারণে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তারপর মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। জানুয়ারি মাস থেকে সেখানেই আছেন তিনি। তাঁর শরীরে সামান্য উন্নতির আভাস পাওয়া গিয়েছিল। তবে, আজকের পাওয়া খবর অনুযায়ী ফের পরিস্থিতি গুরুতর। টানা ২০ দিনের বেশি সময় ধরে হাসপাতালে রয়েছেন লতা মঙ্গেশকর। কিন্তু তিন সপ্তাহ পার করেই আবারও বাড়ল উদ্বেগ। নিতে হয়েছে ভেন্টিলেটশনে।