টি-২০ বিশ্বকাপের ৯ম আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শেষ ওভারে এসে দক্ষিণ আফ্রিকার কাছে হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয় পেলেও প্রোটিয়াদের কাছে ৪ রানে হারতে হয়েছে তাদের। এতে করে বিশ্বকাপে সুপার এইটের সমীকরণ এখন অনেকটা কঠিন হয়ে গেছে বাংলাদেশের।
এরপরও বাংলাদেশের সামনে সুপার এইটে যাওয়ার সূবর্ণ সুযোগ রয়েছে। গ্রুপ পর্বে বাংলাদেশের এখানো ম্যাচ বাকি আছে দুইটি ম্যাচ। যেখানে ১৩ মে প্রতিপক্ষ নেদারল্যান্ডস এবং ১৭ মে প্রতিপক্ষ নেপাল। এই ম্যাচ দুটিতে জিতলেই সুপার এইট নিশ্চিত হবে বাংলাদেশ দলের। আর যদি একটি হারে ও একটিতে জয় নিয়ে মাঠ চাড়ে তখন রান রেটের মারপ্যাচে পড়তে হবে। তাই দুটি ম্যাচে প্রত্যাশিত সাফল্য পাওয়াটা অনেকটা আবশ্যক হয়ে গেছে বাংলাদেশের।
গ্রুপ ‘ডি’ থেকে টানা তিন ম্যাচে জয় তুলে দক্ষিণ আফ্রিকা সবার আগে সুপার এইট নিশ্চিত করেছে। গ্রুপ সিডিংয়ে তাই চ্যাম্পিয়ন হিসেবে ‘ডি’ থেকে সুপার এইটে যাবে তারা। আর বাংলাদেশ যদি সুপার এইটে যায় তাহলে ‘ডি’ থেকে রানার্সআপ হিসেবে যাবে। গত দুই আসরের মত পূর্ব নির্ধারিত সিডিং অনুযায়ী ঠিক হবে সুপার এইটের গ্রুপ।
‘ডি’ গ্রুপের পয়েন্ট টেবিল
দেশ | ম্যাচ | জয় | হার | টাই | পরিত্যক্ত | পয়েন্ট | রানরেট |
দক্ষিণ আফ্রিকা | ৩ | ৩ | ০ | ০ | ০ | ৬ | ০.৬০৪ |
বাংলাদেশ | ২ | ১ | ০ | ০ | ০ | ২ | ০.০৭৫ |
নেদারল্যান্ডস | ২ | ১ | ১ | ০ | ০ | ২ | ০.০২৪ |
নেপাল | ১ | ০ | ১ | ০ | ০ | ০ | -০.৫৩৯ |
শ্রীলঙ্কা | ২ | ০ | ২ | ০ | ০ | ০ | -০.৭৭৭ |
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৯:২৭ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি