মোঃ সদরুল কাদির (শাওন):: সুন্দরবন থেকে ৩০ কেজি হরিণের মাংস জব্দ করেছে বন বিভাগ। এ সময় চোরাকারবারীদের ব্যবহৃত একটি নৌকাও জব্দ করা হয়। এ ঘটনায় বন আইনে একটি মামলা করা হয়েছে।
সোমবার (০৭ জানুয়ারি) দিনগত রাতে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের চিলা এলাকা থেকে হরিণের মাংস ও নৌকা জব্দ করা হয়।
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. মাহমাদুল হাসান জানান, করমজলের বনরক্ষীরা নিয়মিত টহল দিচ্ছিলেন। এক পর্যায়ে একটি নৌকাকে চ্যালেঞ্জ করলে নৌকাটি চিলা এলাকায় রেখে এর আরোহীরা পালিয়ে যায়।
এ সময় নৌকায় তল্লাশি চালিয়ে ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার ও নৌকাটি জব্দ করা হয়।
এ ঘটনায় বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত মাংস আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ডিএফও মাহমাদুল।