আন্তর্জাতিক ডেস্কঃ সুদানে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই দেশটিতে সামরিক অভ্যুত্থানের খবর জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এরই মধ্যে প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদককে গৃহবন্দি করেছে দেশটির সামরিক বাহিনীর সদস্যরা। খবর-আল জাজিরা।
আজ সোমবার (২৫ অক্টোবর) ভোরে অজ্ঞাত পরিচয়ের সেনা সদস্যরা তার বাড়ি ঘেরাও করার পর তাকে গৃহবন্দি করেন। এছাড়া, আটক করা হয়েছে সরকারের অধিকাংশ মন্ত্রী এবং সরকার সমর্থক রাজনৈতিক নেতাদের।
আল-জাজিরা জানিয়েছে, সোমবার প্রথম প্রহর থেকে পূর্ব আফ্রিকার এই দেশটির রাজধানী খার্তুমে সামরিক ও আধা সামরিক বাহিনীর সদস্যদের অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নিতে দেখা যায়। এ ছাড়া জনসাধারণের চলাচলে আরোপ করা হয় কড়াকড়ি। এর মধ্যেও শহরের বিভিন্ন এলাকায় সুদানের জাতীয় পতাকা নিয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভের খবর পাওয়া গেছে। এই পরিস্থিতিতে খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল স্থগিত রাখা হয়েছে। বন্ধ রাখা হয়েছে টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা।
আটক হওয়া নেতাদের মধ্যে আছেন সুদানের তথ্যমন্ত্রী হামজা বালোউল, ক্ষমতাসীন সভরেইন কাউন্সিলের মুখপাত্র মোহাম্মদ আল ফিকে সুলাইমান, শিল্পমন্ত্রী ইব্রাহিম আল-শেখ, খার্তুমের গভর্নর আইমান খালিদ।
এর মধ্যেই সামরিক বাহিনীর একটি দল রাজধানী খার্তুমে প্রধানমন্ত্রীর বাসভবনে অভিযান চালিয়ে তাকে গৃহবন্দি করেছে বলে খবর দিয়েছে আল হাদাথ টিভি।
এর আগে গত মাসেও দেশটিতে একটি অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়। সে সময় আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছিল, একদল সেনা এই অভ্যুত্থানের চেষ্টা করেছিলেন। তারা অভ্যুত্থান করতে ব্যর্থ হন।
সূত্র: আল জাজিরা, রয়টার্স।