সুদানের রাজধানী খার্তুমে গতকাল রোববার ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। খবর-আল-জাজিরার।
আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। সুদানে সেনাপ্রধানের সঙ্গে লড়াই চলছে দেশটির আধা সামরিক বাহিনীর (আরএসএফ) প্রধানের। গত পাঁচ মাস ধরে তারা লাগাতার লড়াই চালিয়ে যাচ্ছে। সুদানের রাজধানী খার্তুমকে কেন্দ্র করে তীব্র লড়াই চলছে। ফলে লাখ লাখ মানুষ সুদান ছেড়ে পালিয়ে পাশের দেশে আশ্রয় নিয়েছেন। বহু বেসমরিক মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হচ্ছেন শিশু এবং নারীরাও।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোববার সকাল ৭টা নাগাদ বাজারের উপর একটি ড্রোন উড়ে আসে। সকলে পালানোর আগেই সেই ড্রোন থেকে বোমা নিক্ষেপ করা হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বহু দূর থেকে ধোঁয়া দেখা যায়।
অন্যদিকে ডক্টরস বিয়ন্ড বর্ডারের কর্মীরা খার্তুমে হাসপাতাল চালাচ্ছেন। ঘটনার পর পরই সমাজমাধ্যমে তারা জানান, অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। পরে নিহতের সংখ্যা আরও বাড়ে।
*** আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১১:২২ | বৃহস্পতিবার ***
ডিবিএন/এসই/ এমআরবি