সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদককে হত্যার চেষ্টা করা হয়েছে। তবে, তিনি প্রাণে বেঁচে গেছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম।
কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, সুদানের রাজধানী খার্তুমে প্রধানমন্ত্রীর গাড়ি বহরে এ হামলার ঘটনা ঘটে।
এ বিষয়ে আজ সোমবার (৯ মার্চ) দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আলী বখিত জানান, ‘রাজধানী খার্তুমে আবদাল্লা হামদকের গাড়ি বহরে বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে এতে কেউ হতাহত হননি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ।’
এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সদস্যরা আল-জাজিরাকে নিশ্চিত করেছেন, আবদাল্লাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। তিনি এখন সুস্থ ও নিরাপদে আছেন।
প্রসঙ্গত, গণতন্ত্রপন্থীদের তীব্র আন্দোলনের মুখে গত বছরের আগস্টে দেশটির স্বৈরশাসক ওমর আল বশির পদত্যাগ করেন। এরপর দেশটির প্রখ্যাত অর্থনীতিবিদ আবদাল্লা হামদককে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। সূত্র: আল-জাজিরা।