হাবিবুল ইসলাম হাবিব, কক্সবাজার প্রতিনিধি:: কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিজিবি সদস্যদের অভিযানে ১২ কোটি ৯০ লক্ষ টাকার মাদক তথা ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে। যার পরিমাণ ৪ লক্ষ ৩০ হাজার পিস নিষিদ্ধ এই ইয়াবা বড়ি।
সূত্রে জানা যায়, ২৩ অক্টোবর বুধবার ভোর ৩টার দিকে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় নাফ নদীর কিনারায় কেওড়া বনে অভিযান চালিয়ে ইয়াবা গুলো উদ্ধার করা হয় পরিত্যক্ত অবস্থায়।
২বিজিবি ব্যাটালিয়ন ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার জানান, মিয়ানমার হতে কিছু পরিমাণ মাদক টেকনাফ আসার গোপন সংবাদে বিজিবির একটি দল দমদমিয়া অবস্থান নেয়। একপর্যায়ে ৪-৫ জন লোককে নাফ নদী সাঁতরিয়ে আসতে দেখে বিজিবি জওয়ানরা চ্যালেঞ্জ করলে তারা তারা দ্রুত কেওড়া বনের ভিতর পালিয়ে যেতে সক্ষম হয়।
পরবর্তীতে তল্লাশী চালিয়ে বিরাট এই ইয়াবা বড়ির চালান উদ্ধার করতে সক্ষম হয়।
জব্দকৃত ইয়াবা ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।