চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ অদ্য ০৯/১০/২০২০ তারিখ রোজ শুক্রবার চ্যাম্পিয়ন কারাতে-দো একাডেমী বাংলাদেশ এর ৫ম কারাতে কিউ পরিক্ষার বেল্ট ও সনদ বিতরনি অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, অত্র একাডেমী প্রধান প্রশিক্ষকঃ আবু সাঈদ, মহিলা প্রশিক্ষকঃ ফরিদা খাতুন, দপ্তর সম্পাদকঃ রাগিব আঞ্জুম, প্রচার সম্পাদকঃ মশিউর রহমান সহ অত্র এএকাডেমীর ছাত্র-ছাত্রী বৃন্দ।
প্রধান প্রশিক্ষক আবু সাঈদ আল জিহাদ জানান, গত ২০/০৯/২০২০ তারিখ অত্র একাডেমীর কারাতে কিউ/ক্লাস টেস্ট পরিক্ষা অনুষ্ঠিত হয়। এদের ভেতর ২০ জন পরিক্ষা দিয়ে সফলতার সাথে ১৪ জন পাশ করেন এবং আজ কে তাদের বেল্ট ও সনদ বিতরন করা হয়।
মহিলা প্রশিক্ষক ফরিদা খাতুন কে জিজ্ঞাসা বাদে তিনি জানান, বর্তমানে করোনা পরিস্থিতি বিস্তার ঘটানোর মত দিনে দিনে আমাদের দেশে ধর্ষন এর হার প্রতিনিয়ত বেড়েই চলছে। এরই ধারাবাহিকতায় নিজের প্রতিরোধ গড়ে তুলতে “ফ্রি” আত্নরক্ষা ও শরীর চর্চামুলক কারাতে প্রশিক্ষন নিচ্ছি এবং দিচ্ছি। আপনার মা, বোন, মেয়েদের ধর্ষন প্রতিরোধের জন্য আমাদের একাডেমীতে ভর্তি করতে পারেন। এবং চ্যাম্পিয়ন কারাতে-দো একাডেমী বাংলাদেশ ছাত্র-ছাত্রীদের মাদক থেকে দূরে রাখা, বাল্যবিবাহ থেকে দূরে রাখা, বিভিন্ন সেচ্ছাসেবী কাজে অংশগ্রহন ও জাতীয় ও আন্তর্জাতিক কারাতে খেলোয়াড় তৈরীতে প্রতিনিয়ত কাজ করব যাচ্ছে।