সিলেট প্রতিনিধিঃ সিলেট বিভাগে সব ধরনের যান চলাচল বন্ধ রেখেছে পরিবহন শ্রমিকরা। কোনো গণপরিবহন চলছে না। শ্রমিক ইউনিয়ন নেতাদের নামে করা মামলা প্রত্যাহার, ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের হয়রানি বন্ধ, মেয়াদোত্তীর্ণ সেতু থেকে টোল আদায় বন্ধসহ পাঁচ দফা দাবি আদায়ে সিলেট বিভাগের চার জেলায় একযোগে পরিবহণ ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘটের কারণে আন্তজেলা বাস, ট্রাক, পিকআপ ভ্যানসহ দূরপাল্লার সব ধরনের যান চলাচলও বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
আজ সোমবার (২২ নভেম্বর) ভোর ৬টা থেকে পূর্বঘোষণা দিয়ে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটি।
সরেজমিনে দেখা গেছে, সিলেট কুমারগাঁও বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। কদমতলী কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকেও কোনো বাস ছেড়ে যায়নি। পরিবহন শ্রমিকদের কর্মবিরতিতে হাসপাতালে থাকা রোগী ও রোগীদের স্বজনদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এই অনির্দিষ্টকাল পরিবহন কর্মবিরতি শ্রমিকদের পূর্বঘোষিত জানিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ জানান, গেল ৯ নভেম্বর সিলেটের জেলা প্রশাসক বরাবরে পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দিয়ে বাস্তবায়নের আল্টিমেটাম দেওয়া হয়। বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি না মানায় অনির্দিষ্টকাল পরিবহন শ্রমিকদের কর্মবিরতি আহ্বান করা হয়। তবে এসএসসি পরীক্ষার্থীদের বহনকারী পরিবহন কর্মবিরতির বাইরে থাকবে বলে জানান জাকারিয়া আহমদ।