স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), সিলেট এর নতুন একাডেমিক ভবন ও সিনথেটিক ফুটবল মাঠের উদ্বোধন হয়েছে। গতকাল রবিবার দুপুরে এ দু’টি স্থাপনার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। কমলাপুর স্টেডিয়ামের পর সিলেট বিকেএসপির ফুটবল মাঠে স্থাপিত হলো টার্ফ।
একসময় এই সিলেট বিকেএসপি-ই একাডেমির জন্য ব্যবহার করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। পরবর্তীতে তা বিকেএসপির কাছে হস্তান্তরও করা হয়। এই প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে প্রায় ৫ বছর সিলেট বিকেএসপি ব্যবহারের জন্য দেয়া হয়েছিল। ২০১৭ সালে তারা যখন সিলেট বিকেএসপিকে আমাদের কাছে হস্তান্তর করে তখন আমরা এটিকে নতুনভাবে ঢেলে সাজানোর উদ্যোগ নেই। এরই ধারাবাহিকতায় প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে সিলেট বিকেএসপি’র নবনির্মিত অ্যাকাডেমিক ভবন ও সিনথেটিক ফুটবল মাঠ করা হলো। এটিকে আরও সম্প্রসারিত করার পরিকল্পনা করা হচ্ছে এবং এখানে সুইমিংপুল ও জিমন্যাসিয়াম তৈরি করা হবে বলেও জানান তিনি।
বিকেএসপির মহাপরিচালক এএকে এম মাজহারুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।