উসমান ফাহিয়াজ পলাশ ,সিলেট থেকে |
নগরীর ২৬নং ওয়ার্ড এর ঝালোপাড়া এলাকায় এই দৃশ্য শুধু আজকের নয় |
প্রতিনিয়ত বৃষ্টিতে দেখা যায় এই বন্যার চিত্র |
এই দুর্যোগের একটি কারণ হলো এর ড্রেন ব্যাবস্তা |
ড্রেন এর রাস্তা রাস্তার পাশ দিয়ে সিলেটের বাস টার্মিনাল গিয়ে নামছে |টার্মিনাল এর ড্রেন জ্যাম থাকার কারণে এই এলাকা দিয়ে পানি প্রবাহিত হতে সময় লাগে ..যার কারণে অল্প বৃষ্টিতে দেখা দেয় বন্যা |
তার সাথে আরো একটি কারণ হলো নিচু রাস্তা |
এলাকার রাস্তা নিচু হওয়ায় মূল রাস্তার পানি নিচের দিকে দ্রুত নামতে থাকে |
ফলে বাসা _বাড়ি পানির নিচে তলিয়ে যায় |
যার ফলে এলাকার বাসিন্দাদের পোহাতে হয় দুর্ভোগ ,কষ্ট |
প্রত্যেকটি ঘরে ঘরে হাঁটু পানি |
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় ,তাদের এই সমস্যা নতুন নয় প্রায় ৫ ,৬ বছর ধরে এ সমস্যার সম্মুখীন হচ্ছে |