ফিলিস্তিনের পবিত্র আল আকসা মসজিদের প্রধান ইমাম ও খতিব ড. ইমাম শায়খ আলী উমর ইয়াকুব আল আব্বাসী সিলেটে আগমন করেছেন।
আজ মঙ্গলবার (৭ জানুয়ারী) দুপুর আড়াইটার দিকে তিনি মহানগরীর জামেয়া মাদানিয়া ইসলামীয়া কাজির বাজার মাদরাসায় আগমন করেন। পরে মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমানের কবর জিয়ারত ও মোনাজাত করেন। এরপর মাদরাসায় মধ্যাহ্নভোজ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুস সোবহান, শিক্ষক মাওলানা আব্দুল খালিক, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা নোমান চৌধুরী (তাবলীগের সাথী মাওলানা যুবায়ের পন্থী)। এছাড়া উপস্থিত ছিলেন ইমাম ও খতিবের একান্ত আস্থাভাজন ফরিদ আহমদ খান।
সন্ধ্যা ৬টায় তিনি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলাধীন আল জামিয়াতুল ইসলামিয়াহ দারুল উলুম দাড়িপাতন মাদরাসা মাঠে ইসলামী মহাসম্মেলনে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করবেন।
আজ ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ৮ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১১:২৬ | বুধবার
ডিবিএন/এসই/ এমআরবি