সিলেটের কৈলাসটিলায় নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি জানিয়েছেন, এখানে প্রায় ৭০ বিলিয়ন ঘনফুট (বিসিএফ) গ্যাসের মজুত রয়েছে।
আজ রবিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, “এই গ্যাসের দাম দেশীয় গ্যাসের সঙ্গে তুলনা করলে ৩,৬০০ কোটি টাকা। আর আমদানি করা গ্যাস এলএনজির দাম হিসেব করলে প্রাপ্ত নতুন দাম পড়বে ৯,৯০০ কোটি টাকা।”
আগামী দুই বছরের মধ্যে ৬০০ থেকে ৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “গত ৭ থেকে ৮ মাসে আমাদের গ্রিডে ১০০ মিলিয়ন ঘনফুট নতুন গ্যাস যুক্ত হয়েছে। আরও কিছু কূপে গ্যাস পাওয়া যাচ্ছে। প্রসেস প্ল্যান্ট এবং সঞ্চালন লাইন রেডি না হওয়ায় গ্রিডে আসতে পারছে না।”
নসরুল হামিদ আরো বলেন, “ভোলার গ্যাস গ্রিডে আনার জন্য পাইপলাইন নির্মাণে সরকারের পরিকল্পনা রয়েছে। ভোলা থেকে বরিশাল হয়ে খুলনা পর্যন্ত পাইপলাইন নির্মাণ করা হবে।”
প্রতিমন্ত্রী আরও বলেন, “সিলেট-১০-এর যে কূপে গ্যাস পাওয়া গেছে, সেখানকার গ্যাস জাতীয় গ্রিডে যোগ হতে সময় লাগবে ৬ থেকে ৭ মাস।”
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:৫৭ | শুক্রবার
ডিবিএন/এসই/এমআরবি