সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলে তুরস্কের ড্রোন হামলায় যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের (এসডিএফ) চার সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১১ বেসামরিক নাগরিক। কোর্দিস লিড ফোর্স এ তথ্য জানিয়েছে। খবর আল আরাবিয়া।
স্থানীয় সময় শুক্রবার (৩১ মে) এ ড্রোন হামলা চালায় তুরস্ক।
যুক্তরাষ্ট্র সমর্থিত এবং কুর্দিস লিড সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের ওপর হামলা চালানোর একদিন পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোগান বলেন, কুর্দিস লিড গ্রুপে যদি উত্তরাঞ্চলীয় সিরিয়ায় নির্বাচনের পরিকল্পনা করে তাহলে আঙ্কারা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে দ্বিধাবোধ করবে না।
তুরস্কের নিষিদ্ধ ঘোষিত কুর্দি বাহিনীর সঙ্গে সিরিয়ার ওই গোষ্ঠীর যোগাযোগ রয়েছে বলে অভিযোগ আছে।
এসডিএফ’র পক্ষ থেকে বলা হয়েছে, আটবার ড্রোন আঘাত হেনেছে। এতে বেসামরিক নাগরিকদের ঘরবাড়ি এবং যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কামিশলি শহরেও হামলা চালিয়েছে তুরস্ক। তবে সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলে তুরস্কে হামলা নতুন কিছু নয়।
কুর্দিস রেড ক্রিসেন্ট জানিয়েছে, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন। তুরস্কের ড্রোন একটি অ্যাম্বুলেন্সেও আঘাত হেনেছে।
তবে এ বিষয়ে তুরস্ক কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।
প্রসঙ্গত, সিরিয়ার উত্তর ও পূর্বাঞ্চল কুর্দি নেতারা নিজেদের নিয়ন্ত্রণে রেখে পরিচালনা করে আসছে। এ অঞ্চলকে তারা সায়ত্ত্বশাসন হিসেবে দাবি করে এবং আগামী ১১ জুন এখানে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | দুপুর ১:২৮ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি