গতকাল সোমবার (২০ মার্চ) দ্বিতীয় ওয়ানডে বৃষ্টির কারণে হয়ে গেছে পরিত্যক্ত। পরদিন বাংলাদেশ দল ছিল বিশ্রামে। কিন্তু এর মধ্যেই এলো নতুন খবর। সিরিজের মাঝপথে ব্যাটার আফিফ হোসেন ধ্রুবকে পাঠিয়ে দেয়া হয়েছে ঢাকায়।
এ নিয়ে জানতে চাইলে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘শুধু শুধু এখানে রেখে তো কোনো লাভ নেই। দলে ব্যাকআপ খেলোয়াড়ও আছে। তাই ঢাকায় ডিপিএল (ঢাকা প্রিমিয়ার লিগ) খেলতে পাঠিয়ে দেওয়া হয়েছে।’
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডিপিএলের আড়ালে শোনা যাচ্ছে অন্য কারণে আফিফকে ঢাকা পাঠানো হয়েছে। নিজের ব্যাটিং পজিশন নিয়ে অসন্তোষ আছে তার মধ্যে। এ নিয়ে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে বনিবনা হচ্ছে না তার। মূলত এ কারণে ক’দিন আগেও দলে অপরিহার্য আফিফকে ঢাকায় পাঠানো হচ্ছে বলে গুঞ্জন আছে।
ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টির পর দীর্ঘক্ষণ হাথুরুর সঙ্গে আলাপ করতেও দেখা যায় এই ব্যাটারকে। ওই ম্যাচের একাদশে ছিলেন না আফিফ। এরপর তাকে রাখা হয়নি আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের একাদশের কোনোটিতেই।