প্রথম ওয়ানডেতে দাপুটে জয়ে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এগিয়ে বাংলাদেশ।
সিরিজ জয়ের হাতছানি নিয়ে দ্বিতীয় ম্যাচে মাঠে ব্যাট করছে এখন ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গত রোববার প্রথম ওয়ানডেতে ১৬৯ রানে জয় পায় টাইগাররা।
এর আগে সিরিজের একমাত্র টেস্টেও জিম্বাবুয়েকে ইনিংসে হারিয়েছিল বাংলাদেশ।
এই রিপোর্ট লেখা পর্যন্ত, বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৪৯ রান ২৫ ওভারে। মাঠে আছেন দুর্দান্ত ফিফটি করা তামিম ইকবাল ৭৯(৮০ বলে) ও মি: ডিপেন্ডেবল মুশফিকুর রহমান ৫৫ (৪৯ বলে)।
জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ দলে এসেছে দুটি পরিবর্তন।
আগের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে অনায়াসে জিতলেও একাদশে নেই পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন এবং বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। দলে ফিরলেন শফিউল ইসলাম ও আল-আমিন।
২০১৯ সালে জুলাইয়ে শ্রীলঙ্কায় সর্বশেষ খেলেন শফিউল। আল-আমিন ২০১৫ সালের পর ফিরলেন ওয়ানডেতে।
সব মিলিয়ে এ অব্দি জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে খেলেছে ৭৩টি।
তার মধ্যে ৪৫টিতে জয় আর ২৮টি হেরেছে টাইগাররা।
সর্বশেষ ১৪ দেখাতেই জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
সেই রেকর্ড আরও বাড়িয়ে নেওয়ার পালা। অন্য প্রান্তে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে উত্তেজনা জিইয়ে রাখতে জয় চাই জিম্বাবুয়ের। না হলে এক ম্যাচ আগেই সিরিজ হেরে যাবে তারা।