লিখন আহমেদ সিরাজগন্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে পৌর এলাকার রায়পুর মিলগেটে জাতীয় জুট মিলে অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট চার ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সিরাজগঞ্জের উপ-পরিচালক আব্দুল হামিদ জানান, বুধবার ভোরে জাতীয় জুট মিলের স্পিনিং সেকশন এর ৯ নম্বর ইউনিটের নলি বিভাগে হঠাৎ অগ্নি কান্ডের সুত্রপাত হয়। কর্মিরা মিলে আগুন দেখে তাদের জানালে সিরাজগঞ্জের ৩ টি ও কামারখন্দের ২ টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনে পুড়ে যায় মিলের প্রস্তুতকৃত বিপুল পরিমান পাটজাত পণ্য। পরে ৪ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নি কান্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এদিকে অগ্নি কান্ডের কারণ অনুসন্ধানে জাতীয় জুটমিলের প্রধান প্রশাসনিক কর্মকর্তা সাফায়ত জামিলকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে মিল কতৃপক্ষ। উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন প্রাথমিক ভাবে মিলের প্রায় ৪ শত বেল উৎপাদিত পন্য পুড়ে গেছে। তিনি আরো জানান জেলা প্রশাসনের পক্ষ থেকে আরেক তদন্ত কমিটি গঠন করার প্রস্তুতি চলছে । এদিকে জাতীয় জুট মিলে আগুনের কথা শুনে ভীর জমায় মিলের শ্রমিক কর্মচারি ও উৎসুক জনতা।