পারিবারিক কলহের জেরে সিরাজগঞ্জে খুশিয়া বেগম (২১) নামের এক গৃহিণীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী শামীম সেখের (৩৬) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়।
সোমবার (৩০ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আবুল বাশার মিঞা এ আদেশ দেন।
আদালতের অতিরিক্ত (পিপি) জেবুন্নেছা জেবা রহমান এতথ্য নিশ্চিত করেছেন।
এই রায় ঘোষণার সময় আদালতে আসামী শামীম উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডাপ্রাপ্ত আসামী জেলার এনায়েতপুর থানার খুকনী ঝাউপাড়া গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়,২০০৭ সালে রুপনাই গাছপাড়া গ্রামের খুশিয়া বেগমের সাথে বিয়ে হয় একই থানার খুকনী ঝাউপাড়া গ্রামের আনছার আলী সেখের ছেলে শামীম সেখের। পারিবারিক বিষয় নিয়ে শামীমের সাথে স্ত্রী খুশিয়ার কথা কাটাকাটি হতো। এর জেরে ২০০৯ সালের ১১ জুলাই রাতে খুশিয়াকে শ্বাসরোধে হত্যা করেন শামীম। পরে মামলা হলে গ্রেপ্তার হন তিনি। দীঘদিন শুনানীতে আজ সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক এই রায় দেন।
আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ১১:০৫ | রবিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি