সিরাজগঞ্জ সদর উপজেলার ইছামতি গ্রামে জমিসংক্রান্ত বিরোধে দুজনকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত তিন আসামীকে আটক করেছে র্যাব।
শনিবার ভোরে র্যাব-১২ সদস্যরা গাজীপুর জেলা সদরের পুর্ববাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
আটককৃতরা হলো-সিরাজগঞ্জ সদর উপজেলার ইছামতি গ্রামের মৃত আজাহার আলী খানের ছেলে দুলাল খান (২২), আব্দুল মজিদ খানের ছেলে আসাদুল খান ও দুলাল খানের ছেলে ইউনুস খান (২২)।
র্যাব-১২ ক্যাম্প কমান্ডার স্কোয়াডন লীডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে আসামীরা গত ১৯ অক্টোবর রাতে একই গ্রামের আল-আমিন খান ও তার ভাতিজা আল-আমিন সেখকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই আল-আমিন খান মারা যায় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আল-আমিন সেখ মারা যায়।
এ ঘটনায় আল-আমিন খানের ভাই হাবিবুর রহমান খান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। এ মামলায় আসামীরা আত্মগোপনে ছিল।
তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের শনিবার ভোরে গাজীপুর থেকে আটক করা হয়। আসামীদের সদর থানার মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১০:৫৪ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি