সিরাজগঞ্জের শাহজাদপুরে পাবনা থেকে ছেড়ে আসা সি-লাইনের একটি যাত্রীবাহী বাস অন্য একটি যানবাহনকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে এক যাত্রী নিহত হয়। আহত হয় আরও সাতজন।
সোমবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দা নামক এলাকায় পাবনা-নগরবাড়ি মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহত আল-শামীম (২৪) পাবনা জেলার সুজানগর উপজেলার মধুপুর গ্রামের রাশিদুল ইসলামের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে মুঠোফোনে বলেন, সোমবার সকাল সাড়ে ৬টার দিয়ে পাবনা থেকে ছেড়ে আসা সি-লাইন পরিবহনের যাত্রীবাহী বাস পাবনা-নগরবাড়ি মহাসড়কের শাহাজাদপুরের টেটিয়ারকান্দা এলাকায় পৌঁছালে অন্য একটি গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ওই বাসের ছাদ উড়ে যায় এবং এক যাত্রী মৃত্যু হয়। আহত সাত যাত্রীর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আর দূর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে জানান তিনি।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৪:২২ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান (বাপ্পি)