আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ৯ টি ইউনিয়ন এবং ১ টি পৌরসভা নিয়ে (৫ জুন) বুধবার অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন।
সরকারের ঘোষণা অনুযায়ী এবারের নির্বাচনে কোন দলীয় প্রতীক না থাকায় সকলেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৩ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন। তার মধ্যে শেষ মুহুর্তের গণসংযোগ ও প্রচারণার শীর্ষে রয়েছেন “ঘোড়া” প্রতীকের প্রার্থী গোলাম হোসেন শুভন সরকার।
তিনি রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বর্তমান রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি।
জয়ের লক্ষ্যে তিনি তার কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকায় প্রতিনিয়ত মোটরসাইকেল শো-ডাউন, গণসংযোগ, পাড়া-মহল্লায় হেঁটে হেঁটে লিফলেট বিতরণসহ চালিয়ে যাচ্ছেন প্রচার-প্রচারণা। তার এমন প্রচারণা দেখে ভোট দেওয়ার আগ্রহ তৈরি হয়েছে সাধারণ ভোটারদের মাঝে। শুভন সরকারের পক্ষে ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ও গণজোয়ার লক্ষ্য করা যাচ্ছে।
এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী গোলাম হোসেন শুভন সরকার বলেন, জনগণের ভোটে বিজয়ী হলে সবার সহযোগিতায় এই উপজেলাকে একটি আধুনিক এবং স্মার্ট উপজেলা গড়ে তুলবো।
ভোটাররা সকল প্রার্থীকে বিবেচনা করে নির্বাচনে দলমত নির্বিশেষে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করে তাকে চেয়ারম্যান হিসেবে জয়যুক্ত করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ১০:৫৮ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান (বাপ্পি)