অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার তিনজনকে আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) জিজ্ঞাসাবাদ করা হবে। গ্রেপ্তার তিনজন মেজর (অব.) সিনহা রাশেদ খানকে হত্যার ঘটনায় পুলিশের করা মামলার তিন সাক্ষী।
বুধবার (১২ আগস্ট) বিকেলে র্যাব সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ।
তিনি আরো জানান, এই তিনজনকে জিজ্ঞাসাবাদের পর অভিযুক্ত সাত পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া যেকোনো সময় সিনহা রাশেদের সঙ্গে থাকা তার দুই সহকর্মী সিফাত ও শিপ্রার বক্তব্য নেয়া হবে বলেও জানান আশিক বিল্লাহ।
আজ যাদের জিজ্ঞাসাবাদ করা হবে তারা হলেন বাহারছড়ার নুরুল আমিন, নিজাম উদ্দিন ও মোঃ আয়াছ। এই তিনজনেক গত ১১ আগস্ট মেজর (অব.) সিনহা হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বাহারছড়া এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। সিনহা হত্যাকাণ্ডের পর ঘটনা ধামাচাপা দিতে পুলিশ যে মামলা করে ছিলো এ তিনজন সে মামলার সাক্ষী।
এদিকে, নুরুল আমিন, নিজাম উদ্দিন ও মোঃ আয়াছের সঙ্গে টেকনাফ থানার প্রত্যাহারকৃত ওসি প্রদীপ কুমার দাশের কোনো সংশ্লিষ্টতা আছে কি না তাও খতিয়ে দেখছে র্যাব।
গত ৩ জুলাই ভ্রমণবিষয়ক তথ্যচিত্র ধারণের কাজে কক্সবাজার যান সিনহা রাশেদ। এরপর ৩১ জুলাই রাতে টেকনাফের পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা রাশেদ খান। তখন হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দিতে উল্টো মামলা করেছিলো পুলিশ।
পরে ৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওসি প্রদীপ কুমার দাশ, পরিদর্শক লিয়াকত আলীসহ ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
পরদিন ৬ আগস্ট বরখাস্ত হওয়া ওসি প্রদীপসহ সাত আসামি কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল আদালতে আত্মসমর্পণ করেন।