স্টাফ রিপোর্টারঃ আরাফাত আহমেদ রনি
মঙ্গলবার (১ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) তে যোগ হলো ৪ টি উন্নতমানের পেট্রোলিং কার। নাভানা গ্রুপের পক্ষ থেকে ২ টি, স্মার্ট গ্রুপের পক্ষ থেকে ১ টি ও চট্টগ্রাম চেম্বার্স এর পক্ষ থেকে ১ টি গাড়ি সিএমপি কমিশনার সালেহ মোঃ তানভির কে হস্তান্তর করা হয়। চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনে একটি অনুষ্ঠানে এই গাড়ি গুলো হস্তান্তর করা হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার সালেহ মোঃ তানভির।
সালেহ মোঃ তানভির জানান, এই পেট্রোলিং গাড়ি গুলো উন্নত বিশ্বের পুলিশদের পেট্রোলিং এ ব্যবহারিত হয়। বাংলাদেশ পুলিশ কে আরো আধুনিকরন এবং ডিজিটাল করার উদ্দেশ্যে এই গাড়ি গুলো কে সিএমপি তে যুক্ত করা হয়।
তিনি আরো জানান, প্রতিটি পেট্রোল কারে একজন এস আই, একজন এ এস আই ও দুইজন কন্সটেবল সহ ০৪ জন পুলিশ সদস্য দায়িত্বরত থাকবেন৷ ইনবিল্ট সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক ভাবে গাড়ির কার্যক্রম মনিটরিং করা হবে। প্রতিটি গাড়িতে হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট, হ্যালার, ক্রাইমসিন বক্স, ওয়াকিটকি সহ প্রয়োজনীয় সরঞ্জামাদী থাকবে। এই উদ্যোগের ফলে দ্রুততম সময়ে টহলের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার অপরাধ নিয়ন্ত্রণও আইন শৃঙ্খলা রক্ষা সম্ভব হবে।