একাধারে ১১ বারের মতো এনআরবি সিআইপি সম্মাননা পেলেন মৌলভীবাজারের বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও এম আর গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব এমএ রহিম। সাবেক বৃটিশ কাউন্সিলার, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ এমএ রহিম শহীদ (সিআইপি)সহ এ বছর ৫৯ জন এই সম্মাননায় ভূষিত হন।
জানা যায়, সিলেট বিভাগের মধ্যে এই প্রথম কোনো ব্যক্তি ধারাবাহিকতা বজায় রেখে ১১ বার এনআরবি সিআইপি সম্মাননা পেলেন। বৈধপথে রেমিটেন্স প্রেরণ এবং দেশি পণ্য আমদানির পাশাপাশি দেশের শিল্পক্ষেত্রেও বিনিয়োগ করায় তাদের এই সম্মাননা দেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৩ সালের জন্য ৫৯ জন প্রবাসী বাংলাদেশিকে সিআইপি (বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি) নির্বাচিত করেন সরকার। গেল বছরের (৩০শে ডিসেম্বর) জাতীয় প্রবাসী দিবস উদ্যাপন অনুষ্ঠানে নির্বাচিত সিআইপিদের মধ্যে সম্মাননা, সিআইপি কার্ড ও ৫ জন প্রবাসী সন্তানের শিক্ষা বৃত্তি দেয়া হয়। ৩০শে ডিসেম্বর বিকালে আগারগাঁও অবস্থিত বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরারাষ্ট্রমন্ত্রী ড.একে আব্দুল মোমেন এমপি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেন, বাংলাদেশ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির সভাপতি আবুল বাশার ও সিআইপি এনআরবি এসোসিয়েশনের সভাপতি মাহাতাবুর রহমান প্রমুখ।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৪৪ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি