আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে।
আজ রোববার (১০ নভেম্বর) সকালে বিজিবি সদর দফতর থেকে গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকাসহ সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল শনিবার এক বিবৃতিতে নূর হোসেন দিবস উপলক্ষে ১০ নভেম্বর রোববার (আজ) বেলা ৩টায় গুলিস্তানের জিরো পয়েন্টে নেতা-কর্মীদের জড়ো হয়ে মিছিল করার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। দলটির ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এর প্রতিবাদে একই দিনে গুলিস্তান জিরো পয়েন্টে গণজমায়েতের ডাক দিয়েছে ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চ। এ গণজমায়েতের আয়োজন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
গতকাল শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক স্ট্যাটাসে এ ঘোষণা দিয়েছেন। এছাড়া এদিন দুপুর ১২টা ১০ মিনিটে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে লেখা পোস্টে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানান, ‘আওয়ামী লীগ বর্তমানে একটি ফ্যাসিবাদী দল। এই ফ্যাসিবাদী দলকে বাংলাদেশে কোনো প্রতিবাদ কর্মসূচি করতে দেওয়ার সুযোগ নেই।’
এদিকে শহিদ নূর হোসেন দিবসকে ঘিরে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে বিএনপি ও দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রোববার সকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করছেন বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। আধঘন্টা পরপর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে বিক্ষোভ মিছিল বের করে নূর চত্বর হয়ে আবার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় তাদের বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায় বলে জানা গেছে।
আজ ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৮:০৭ | বুধবার
ডিবিএন/এসই/ এমআরবি