স্টাফ রিপোর্টারঃ আরাফাত আহমেদ রনি
সোমবার (৭ ডিসেম্বর) সারাদেশের জেলা-উপজেলা সদরে থাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও নির্মাণাধীন ম্যুরালগুলোর নিরাপত্তা নিশ্চিতে অবিলম্বে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নূরউদ্দীনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এ নির্দেশ মন্ত্রিপরিষদ সচিব,স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের বাস্তবায়ন করতে বলা হয়েছে। এ সংক্রান্ত এক রুলের শুনানিকালে আইনজীবীর সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয় আদালত। একইসঙ্গে এক মাসের মধ্যে জেলা ও উপজেলা সদর দপ্তরের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের অগ্রগতি জানাতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে আইনজীবী বশির আহমেদ ও রাষ্ট্রপক্ষে ডেপুটি এটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার শুনানি করেন।
এদিকে হাইকোর্টের অপর একটি বেঞ্চ বঙ্গবন্ধুব ভাস্কর্যসহ সব ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা চেয়ে আরেকটি শুনানির জন্য মঙ্গলবার (৮ ডিসেম্বর) দিন ধার্য করেছে। প্রসঙ্গত, গত শুক্রবার (৪ ডিসেম্বর) গভীররাতে কুষ্টিয়া শহরে বঙ্গবন্ধুর একটি নির্মাণাধীন ভাস্কর্যে ভাঙচুর চালানো হয়। এরপর ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি আলোচনায় আসে।