ভারতের দক্ষিণী সিনেমার তুমুল জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর বহুল প্রত্যাশিত আসন্ন পৌরাণিক গল্পের সিনেমা ‘শকুন্তলম’-এর মুক্তি স্থগিত করা হয়েছে।
সিনেমাটি আগামী ১৭ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল। তবে নির্মাতারা একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, ‘শকুন্তলাম’-এর মুক্তি স্থগিত করা হয়েছে এবং খুব শিগগিরই মুক্তির নতুন তারিখ জানানো হবে।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সিনেমাটির নির্মাতা প্রতিষ্ঠানের টুইটের বরাত দিয়ে পিঙ্কভিলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে পোস্ট করা সেই বিবৃতিতে লেখা হয়েছে, আমরা দুঃখিত যে, আমাদের প্রিয় দর্শকদের জানাতে হচ্ছে এই ১৭ তারিখে ‘শকুন্তলাম’ মুক্তি দিতে সক্ষম হব না, আমরা শিগগিরই মুক্তির তারিখ ঘোষণা করব। আপনাদের অব্যাহত সমর্থন এবং ভালবাসার জন্য ধন্যবাদ।
‘শকুন্তলম’-এর অফিসিয়াল ট্রেইলারটি গত মাসে মুক্তি পেয়েছে। এতে সামান্থাকে মানব ইতিহাসের প্রথম পরিত্যক্ত শিশু এবং মেনাকা ও বিশ্বামিত্রের কন্যা রাজকুমারী শকুন্তলার পরিচয় দেয়া হয়েছে। এতে শকুন্তলাকে তার প্রেমের জন্য লড়াইয়ের মুখোমুখি হতে দেখা যায়।
মহাকবি কালিদাসের রচনা ‘অভিজ্ঞানাশকুন্তলম’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘শকুন্তলম’। এটি পরিচালনা করেছেন গুণশেখর। সিনেমাটি তেলেগু ছাড়াও হিন্দি, মালয়ালাম, তামিল এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে।
এতে শচীন খেদেকর, অনন্যা নাগাল্লা, মোহন বাবু, গৌতমী, বর্ষিনী সৌন্দরজন এবং অদিতি বালানসহ অনেকেই গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। এ ছাড়াও সিনেমাটিতে আল্লু অর্জুনের মেয়ে আল্লু আরহা পর্দায় আত্মপ্রকাশ করছেন।